প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ৮:৩০ অপরাহ্ণ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ৮:৩০ অপরাহ্ণ

মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে পানিতে ডুবে জিহাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্বজোয়ার গ্রামের হাজী মিন্নত আলী মেস্ত্রী বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই বাড়ির মেজবা উদ্দিন সোহেলের ছেলে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, শিশু জিহাদ বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তার দেখা না পেলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে।
এক পর্যায়ে পুকুরে তার ভাসমান দেহ পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।