চট্টগ্রামের মীরসরাই উপজেলার গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ আলী (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত আলী উপজেলার জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নের উত্তর জামালপুর এলাকার চৌধুরী মেম্বার বাড়ির কোব্বাত হোসেনের ছেলে।
জানা গেছে, মোহাম্মদ আলীর বাড়ি সংলগ্নে নিজের দোকান থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয় । মঙ্গলবার দিবাগত রাতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন রাতে ঘুমানোর পর সকালে দোকান থেকে বাড়িতে গিয়ে নাস্তা করলেও আজকে সকালে বাড়িতে না আসায় বার বার তার মা দোকানের বাহির থেকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয়রা দোকানের পেছনের দরজা ভাঙলে সেখানে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন সময়ের সংলাপকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন । এখনও নিহতের পরিবারের কেউ অভিযোগ দায়ের করেননি।
প্রেমঘটিত কারণ এই আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ।