মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

মীরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১ | ৩:৫৩ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ | ৩:৫৫ অপরাহ্ণ
মীরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের মীরসরাইয়ে গলায় ফাঁস এক যুবক আত্মহত্যা করেছে। উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ গাছের ডালে থেকে আরিফুল ইসলাম (২৭) নামের ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সোমবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী গ্রামের সফি উল্ল্যাহ মোল্লা বাড়ির সামনের সেগুন বাগানে গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে আরিফ। সে সফি উল্লাহ মোল্লা বাড়ীর আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে এলাকার লোকজন বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছের ডালে আরিফের ঝুলন্ত লাশ দেখেন । পরে তারা পুলিশে খবর দেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আরিফ প্রায় ৪০ ফুট ওপরে গাছের মগডালে ঝুলে আছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সম্পর্কিত পোস্ট