মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মীরসরাইয়ে গবাদিপশু মোটা-তাজাকরণ প্রশিক্ষণ প্রদান

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১ | ১২:৪৪ পূর্বাহ্ণ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ | ১২:৪৪ পূর্বাহ্ণ
মীরসরাইয়ে গবাদিপশু মোটা-তাজাকরণ প্রশিক্ষণ প্রদান

মীরসরাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ও অদম্য যুব সংঘের তত্বাবধনে সোমবার ( ২০ সেপ্টেম্বর) উপজেলার হল রুমে গবদিপশু মোটা-তাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

অদম্য যুব সংঘের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আবদুল আলীম। অদম্য যুব সংঘের দেওয়া চূড়ান্ত তালিকা অনুসারে প্রায় ৩০জন প্রশিক্ষণার্থীকে গবাদিপশু মোটা-তাজাকরণের উপর অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করেন মীরসরাই উপজেলা প্রাণীসম্পদ কার্যলয়ের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু। প্রায় তিন ঘন্টাব্যাপী চলে প্রশিক্ষণ কর্মশালা।

এর আগে অতিথিদের ফুল দিয়ে ও প্রশিক্ষণার্থীদের ক্যাপ দিয়ে বরণ করেন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি মীরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আবদুল আলীম বলেন, মীরসরাইয়ের তরুণ-যুবকরা অনেক বেশি আন্তরিক। তরুণদের দ্বারা গঠিত সংগঠনগুলো চেষ্টা করলে সমাজের বহুমানুষ উপকৃত হবেন। বিশেষ করে প্রশিক্ষণগুলো যুবকদের আত্মনির্ভরশীল হতে সহযোগিতা করবে।দক্ষ কর্মী হিসেবে আত্মবিশ্বাস বাড়াবে। এসব প্রশিক্ষণ সামাজিক পরিবর্তনেও অনুপ্রেরণা দিবে।

প্রশিক্ষণ কর্মশালায় এসময় সংগঠনের প্রচার সম্পাদক মেহেদী হাসান নিশান, পাঠাগার সম্পাদক আবেদ হোসেন, নির্বাহী সদস্য তারিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট