বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল পড়ল বান্দরবান সীমান্তে

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২ | ৭:৩০ অপরাহ্ণ আপডেট: ২৮ আগস্ট ২০২২ | ৭:৪৭ অপরাহ্ণ
মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল পড়ল বান্দরবান সীমান্তে

মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের বান্দরবান সীমান্তে এসেছে পড়েছে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টারশেল দুটি ঘিরে রেখেছেন। সেগুলো নিস্ক্রিয় করার চেষ্টা চলছে।

রবিববার বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় শেল দুটি পড়ার কথা জানান বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম।

মর্টার শেলে পড়ে কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

পুলিশ সুপার তারিকুল বলেন, মিয়ানমারের দুটি মর্টার শেল জিরো লাইন থেকে আধ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। এর মধ্যে একটি উত্তরপাড়া জামে মসজিদের পাশে, অপরটি ওই মসজিদ থেকে ২০০ গজ দূরে এসে পড়ে।

স্থানীয় প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই লড়ছে। রবিবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। দুপুরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এরপর বিকালে বাংলাদেশের সীমান্তের মধ্যে মর্টার শেল পড়ার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস। তিনি বলেন, বাংলাদেশে এসে পড়া মর্টারশেল দুটো বিস্ফোরিত হয়নি। আশপাশের লোকজনকেও সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, মর্টার শেল দুটো নিস্ক্রিয় করার চেষ্টা চলছে।

নাইক্ষ্যংছড়ির ওই সীমান্তে নিরাপত্তার দায়িত্বে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন। তবে এ বিষয়ে বিজিবির অধিনায়কের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট