শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

মিশিগানে বর্ণাঢ্য দোল পূর্ণিমা ও হোলি উৎসব

প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ৩:১৪ অপরাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২২ | ৩:১৪ অপরাহ্ণ
মিশিগানে বর্ণাঢ্য দোল পূর্ণিমা ও হোলি উৎসব

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসন্তের দোল পূর্ণিমা ও হোলি উৎসব বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। রোববার (২০ মার্চ) কালীবাড়ির উদ্যোগে দোল পূজা, প্রার্থনা, আরতি, প্রসাদ বিতরণসহ ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর থেকে শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। সন্ধ্যার আগে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

কালীবাড়ির এই পূজা, আনন্দ-উৎসবে মিশিগানের বিভিন্ন প্রান্তের বাংলাদেশি সনাতন ধর্মের নারী-পুরুষ অংশগ্রহণ করে। এই দোল উৎসবে যোগ দিয়েছেন ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীর তরুণ-তরুণীরাও। এদিকে শিব মন্দিরের উদ্যোগেও এই উৎসব উদযাপিত। মন্দির প্রাঙ্গণে রঙ খেলার আনন্দে মেতে ওঠেন সবাই।

সরেজমিনে দেখা যায়, কালীবাড়ি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজা অর্চনা শেষে নারী-পুরুষ ও শিশু-কিশোররা একে অপরের গালে আবির মাখিয়ে দোল উৎসবের আবহে মেতেছেন। সবাই নিজেরে রাঙিয়েছেন আবিরের রঙে। পূজা, প্রার্থনা-আরতির পাশাপাশি নাচে-গানে সবাই উচ্ছ্বাসিত।

উৎসবে মেতে ওঠা তরুণ-তরুণীরা জানান, দোল উৎসবে অংশ নিতে পেরে তারা বেশ খুশি। তাদের প্রত্যাশা, আনন্দে উচ্ছল হোক মানব জীবন।

কালীবাড়ি কমিটির সভাপতি শ্যামা বি হালদার বললেন, হোলির আজকে যে রঙ, এই রঙ যেন সবার মনকে রাঙিয়ে দেয়। সবাই মিলে যেন ভালো থাকি, শান্তিতে থাকি- এটিই আমাদের চাওয়া।

সংলাপ-২১/০৩/০০২/আ/আ

সম্পর্কিত পোস্ট