শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মিশিগানের ১০ জন কোরআনে হাফেজ পেল পাগড়ি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ২:২০ অপরাহ্ণ আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ২:২০ অপরাহ্ণ
মিশিগানের ১০ জন কোরআনে হাফেজ পেল পাগড়ি

যুক্তরাষ্ট্রের মিশিগানে আল কোরআন একাডেমি অব মিশিগানের আয়োজনে দশজন কোরআনে হাফেজকে সনদপত্র ও পাগড়ি দেওয়া হয়েছে। রোববার (১৪ আগস্ট) ডেট্রয়েট সিটির আল ফালাহ মিলনায়তনে কোরআন নাইট ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাগড়ি প্রাপ্ত হাফেজরা হলেন, মুসআব বিন হাফিজ, তাহমীম আহমেদ মাহিন, জাকওয়ান জানেসন, করিম আহমেদ, ওয়াহিদুর রহমান, তাজওয়ার খান, ইয়াহিয়া লাবিব, মোহাম্মদ কালাম, আবদুল্লাহ হেলাল ও মীকদাদ চৌধুরী।

আল কোরআন একাডেমির প্রিন্সিপাল আব্দুল লতিফ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, ভাইস প্রিন্সিপাল হাফেজ রায়হান উদ্দীন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জিবরিল আমীন, ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রুয়েটের প্রেসিডেন্ট কুরবান সানী চৌধুরী, সেক্রেটারি আতাউর রহমান খান, শিক্ষক হাফেজ মো. মোমিনুল ইসলাম প্রমুখ।

শিক্ষক হাফেজ মিনহাজ আহমেদ ও এডুকেশন ডিরেক্টর আনোয়ার হোসাইনের যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে কোরআন তেলেওয়াত করেন ক্বারি শায়েখ হাসান সালেহ, ক্বারি শায়েখ আহমেদ মাবরুক ও ক্বারী শায়েখ নাসির হোসাইন।

২০১৬ সালে প্রতিষ্ঠিত আল কোরআন একাডেমি অব মিশিগান থেকে এ পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী হিফয সম্পন্ন করেছেন।

সম্পর্কিত পোস্ট