সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

মিশিগানের বাংলা প্রেস ক্লাব আহবায়ক শাহেদুল, সচিব শামী

প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ৮:০৭ অপরাহ্ণ আপডেট: ১৪ মার্চ ২০২২ | ৮:০৭ অপরাহ্ণ
মিশিগানের বাংলা প্রেস ক্লাব আহবায়ক শাহেদুল, সচিব শামী

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলা মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে বাংলা প্রেস ক্লাব মিশিগানের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। প্রেসক্লাবের কার্যক্রমকে গতিশীল করতে এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে বাংলা টাউন খ্যাত হ্যামট্রামিক সিটির কাবাব হাউজ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিশিগানের আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল। সঞ্চালনা করেন মিশিগান প্রতিদিন সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি।

বৈঠকে সর্ব সম্মতিক্রমে ঠিকানা পত্রিকার মিশিগান প্রতিনিধি সৈয়দ শাহেদুল হককে আহবায়ক এবং দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক রোটারিয়ান শামীম আহছানকে সদস্য সচিব মনোনীত করা হয়।

আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন- এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, সুপ্রভাত মিশিগান নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, মিশিগান প্রতিদিন সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, মানবকন্ঠের সাহেল আহমেদ, টিবিএন ২৪ এর মাহফুজুর রহমান শাহীন ও সাংবাদিক দেওয়ান মো. কাউসার।

অনুষ্ঠিত সভায় গঠনতন্ত্র তৈরিতে সাংবাদিক মোস্তফা কামালকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে গঠনতন্ত্র তৈরি করার জন্য আহ্বান করা হয়েছে। এছাড়া ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনে পদক্ষেপ নেবে আহবায়ক কমিটি।

সংলাপ-১৪/০৩/০১০/আ/আ

সম্পর্কিত পোস্ট