মিশিগানের বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) মিশিগানের স্থানীয় সময় হ্যামট্রামিক শহরের কাবাব হাউজ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ প্রথম মিশিগানের সাংবাদিকরা এক সঙ্গে বসে ইফতার করেন। ইফতার মাহফিল বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রেস ক্লাবের আহবায়ক সৈয়দ সাহেদুল হকের সভাপতিত্ব সঞ্চালনা করেন সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব দৈনিক খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছান।
এ সময় অসুস্থ সাংবাদিক তুহিন চৌধুরী এবং সাংবাদিক আশিকুরের মায়ের আরোগ্য কামনা করে দোয়া করা হয়। এছাড়াও প্রবাসী বাংলাদেশিসহ বিশ্ববাসীর কল্যাণে দোয়া করেন সাংবাদিকরা।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, মিশিগান প্রতিদিন সম্পাদক ফারজানা চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, মানবকন্ঠের সাহেল আহমেদ, সাংবাদিক দেওয়ান মো. কাওসার, মিশিগান প্রতিদিনের মৃদুল কান্তি সরকার ও রূপসী বাংলা মিশিগান প্রতিনিধি শাহজাহান হিটলার।