সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

মিশরে দূতাবাস পরিদর্শন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ৯:০৪ অপরাহ্ণ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ৯:০৪ অপরাহ্ণ
মিশরে দূতাবাস পরিদর্শন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর

সেনাবাহিনীর এনডিসির ফ্যাকাল্টি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল মিশরে দূতাবাস পরিদর্শনে গিয়েছেন। এর আগে তারা মিশরের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে তারা দেশটির বিখ্যাত নাসের হায়ার মিলিটারি একাডেমি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে এক দুপুরের খাবারের আয়োজন করেন।

পর্যায়ক্রমে বাংলাদেশ প্রতিনিধিদলটি মিশরের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিউজিয়াম, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্সসহ কয়েকটি সামরিক কমান্ড ফোর্স পরিদর্শন করেন।

এ সময় রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি দুই দেশের উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।

এ সময় অ্যাকাডেমির কমান্ডেন্ট/পরিচালক মেজর জেনারেল আশরাফ মোহাম্মদ ফারেস বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।

এমন একটি ফলপ্রসূ সফর আয়োজনের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত জেনারেল আশরাফকে ধন্যবাদ জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সফর বিনিময়ের কথা তুলে ধরে মিশর-বাংলাদেশ ঐতিহাসিক সুসম্পর্কের কথা স্মরণ করেন। অচিরেই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক প্রসারিত ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ ধরনের সফরে মিশর-বাংলাদেশের সম্পর্কের নতুন একটি দিক উন্মোচিত হবে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলেও জানা গেছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে শিক্ষ সফরে আসা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদল ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত মিশরে অবস্থান করে।

সম্পর্কিত পোস্ট