প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ৩:৩৬ অপরাহ্ণ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ৩:৩৬ অপরাহ্ণ

নিয়েছেন পাঁচ উইকেট। হতে পারতেন ম্যাচের নায়ক। তবে মিরপুর টেস্টে হতাশই হতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার দিনে মিরাজের মুখে এক চিলতে হাসি। এই দিনই ভারতের ড্যাশিং ক্রিকেটার বিরাট কোহলির কাছ থেকে একটা জার্সি উপহার পেয়েছেন মিরাজ।
কোহলির কাছে এই জার্সি চেয়েছিলেন মিরাজ ওয়ানডে সিরিজের সময়। অবশেষে তিনি তা পেলেন টেস্ট সিরিজের পর। আর সেটা কোহলির ওয়ানডে জার্সি। তাতে কোহলির ইংরেজিতে লেখা অটোগ্রাফ। বাংলায় করলে দাঁড়ায়, ‘শুভ কামনা মেহেদী।’
জার্সি দেয়ার সময় নাকি মজাও করেছিলেন কোহলি। মিরপুর টেস্টের তৃতীয় দিনের শেষ বেলায় মিরাজের বলে আউট হয়েছিলেন কোহলি। জার্সি দেয়ার সময় মিরাজকে কোহলি বলেন, ‘মেহেদি, আমাকে আউট করে আমার কাছ থেকে জার্সি নিয়ে যাচ্ছিস…!’