মিরসরাইয়ের নিয়ন্ত্রণ হারিয়ে স্বাধীন বাংলা পরিবহনের একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছে। এসময় বাসে থাকা ৪জন যাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এবং কুমিরা হাইওয়ে পুলিশ এসে তাদের উদ্ধার উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার রায়পুরের হুমায়ুন কবিরের ছেলে মো. ফয়সাল (২২), চট্টগ্রাম জেলার পটিয়ার স্বপন আচার্য্য ছেলে শান্ত আচার্য্য (২৩)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের সিতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্বাধীন বাংলা নামের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইলেন্ডের উঠে পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় স্বাধীন বাংলা নামের একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছে এবং এঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আইনি প্রক্রিয়াশেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।