শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মিরসরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রকাশ: ৭ মার্চ ২০২২ | ১০:০১ অপরাহ্ণ আপডেট: ৭ মার্চ ২০২২ | ১০:০১ অপরাহ্ণ
মিরসরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

মিরসরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মিরসরাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

সোমবার (৭ মার্চ) বিকেলে অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় ওসি কবির হোসেন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাদের লিখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো ফুটে উঠে। মিরসরাই থানা এলাকায় মাদক, চুরি, ডাকাতিরোধে আমি প্রতিজ্ঞাবদ্ধ। মিরসরাই থানা এলাকা একটি শান্তিপ্রিয় থানা। এখানকার শান্তির জনপদকে অতীতের মত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আমাদের থানা পুলিশের পাশাপাশি আশাকরি সাংবাদিকরাও অসামান্য ভূমিকা রাখবেন।

তিনি আরো বলেন, মিরসরাই উপজেলা কে মাদকমুক্ত, মিরসরাই থানাকে মামলা ও জিডি গ্রহণে টাকার লেনদেন কঠোরভাবে নিয়ন্ত্রন করতে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। পুলিশের সেবা সহজে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠিত মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মিরসরাই থানার ওসি (তদন্ত) অলি উল্ল্যাহ, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, শারফুদ্দীন কাশ্মীর, বর্তমান সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাবেক সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান রহমান সময়, প্রকাশনা সম্পাদক সৈয়দ আজমল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মার্চ মিরসরাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কবির হোসেন যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সালে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। কবির হোসেন বিদায়ী ওসি মজিবুর রহমান পিপিএম এর স্থলাভিষিক্ত হয়েছেন।

সংলাপ ০৭/০৩/০১৪ আজিজ

সম্পর্কিত পোস্ট