সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে ৭৯ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারি আটক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২ | ৪:১১ অপরাহ্ণ আপডেট: ১৭ মার্চ ২০২২ | ৪:১১ অপরাহ্ণ
মিরসরাইয়ে ৭৯ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারি আটক

মিরসরাইয়ে র্যাব-৭ এর বিশেষ অভিযানে ৭৯ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।

বুধবার (১৬ মার্চ) ভোরে উপজেলার মিরসরাই পৌর সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আসামিরা হলেন- ভোলা জেলার লালমোহন থানাস্থ কাঞ্চন মিয়ার পুত্র মোঃ মিজান মিয়া (৩৯) অন্যজন একই থানার চরভুত বাংলাবাজার এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ রাকিব (২৩) এবং চট্টগ্রামের খুলশী থানাস্থ খুলশী কলোনীর বরকত আলীর পুত্র মোঃ মনা (২১)।

র‌্যাব-৭ এর তথ্য সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মূখী লেইনের মিরসরাই এলাকায় চেক পোস্টের মাধ্যমে তল্লাশি চালানোর সময় তিন জন কাভার্ডভ্যান থেকে নেমে পালানোর চেষ্টা করে। এসময় জিজ্ঞেসাবাদে স্বীকারোক্তি মূলক তাদের দেখানো মতে কাভার্ডভ্যানের ভেতর কৌশলে রাখা আটটা প্লাস্টিকের বস্তায় ৭৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। পরে তাদের আটক পূর্বক কাভার্ডভ্যানটি জব্দ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবত কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ আশেপাশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে বলেও জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, হস্তান্তরকৃত তিন আসামীর বিরুদ্ধে র্যার-৭ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট