প্রকাশ: ৩ মার্চ ২০২২ | ৮:০১ অপরাহ্ণ আপডেট: ৩ মার্চ ২০২২ | ১১:৪২ অপরাহ্ণ
মিরসরাইয়ে সড়ক ঢাকা মুখী লেইনে দুর্ঘটনায় হুকধন বিবি (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নয়দুয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুকধন বিবি উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের আবু তাহেরের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হক জানান, মিরসরাইয়ের নয়দুয়ারি এলাকায় ঢাকা মুখী একটি মিনি পিক-আপ (ঢাকা মেট্র-ন ১৩৪৫২১) হুকধন বিবি নামের এক বৃদ্ধা রাস্তা পারাপার হওয়ার সময় ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তিনি মারা যান।
ঘটনাস্থল থেকে সম্পৃক্ত গাড়িটা জব্দ করে হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।