প্রকাশ: ৬ মে ২০২২ | ২:৫৭ অপরাহ্ণ আপডেট: ৬ মে ২০২২ | ৭:৪৮ অপরাহ্ণ

মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় মদিন উল্লাহ (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মে) দুপুর ১২ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিঠাছরা বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মদিন উল্লাহ উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমানটোলা গ্রামের হাজ্বী রৌশনের জামান বাড়ির হাজ্বী রৌশনের পুত্র।
নিহতের স্বজন রবিউল ফারভেজ বলেন, শুক্রবার দুপুরে মদিন উল্লাহ রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি দ্রুত গতির অজ্ঞাত গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। এসময় তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, পথচারী মদিন উল্লাহকে চাপা দিয়ে অজ্ঞাত গাড়ীটি দ্রুত পালিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে