প্রকাশ: ২ মে ২০২২ | ১২:৪৭ অপরাহ্ণ আপডেট: ২ মে ২০২২ | ১২:৫০ অপরাহ্ণ
মিরসরাইয়ের শতবর্ষী প্রাচীন ও সেরা বিদ্যাপীঠ আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১মে) মাদরাসা ক্যাম্পাসে ইফতারের পূর্বে অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামীর সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা সানাউল্লাহ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং কমিটির সভাপতি এম জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা রবিউল হুসাইন নিজামী, সিডিএ এর ইঞ্জিনিয়ার হামিদুল হক, চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা শহিদুল্লাহ সহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন- আরাফা ইসলামীব্যাংক এর কর্মকর্তা জনাব তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নজরুল ইসলাম ভূইয়া, কুমিরা উচ্চ বিদ্যালয়ের হেডমাওলানা জনাব নুর উদ্দিনসহ আরো অনেক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ৷