মিরসরাইয়ে লাইটহাউজ ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সংগঠনের সাধারণ সভায় সাংবাদিক আজমল হোসেনকে আহবায়ক, মোঃ শামসুদ্দিনকে যুগ্ম আহবায়ক ও শহিদুল ইসলামকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শাহরুখ খান নিলয়, মিনহাজ চৌধুরী, তানভীর হোসেন তুহিন, মোঃ সবুজ, তাজুল ইসলাম, তোফাজ্জেল হোসেন শাওন, ইব্রাহীম হোসেন রিয়াজ, আবু বকর নয়ন, বেলায়েত হোসেন, তৌহিদুল ইসলাম সজীব, তানভীরুল ইসলাম ও রিপাত চৌধুরী।
উল্লেখ্য, লাইটহাউজ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক শিক্ষাবান্ধব সংগঠন। সৃষ্টিশীল বিভিন্ন কর্মশালা, বিতর্ক, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বৃত্তি পরিক্ষা আয়োজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন শিক্ষাবান্ধব কাজ করার লক্ষ্যে এ সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।