শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মিরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ

প্রকাশ: ৫ মার্চ ২০২২ | ৭:৫৫ অপরাহ্ণ আপডেট: ৫ মার্চ ২০২২ | ৭:৫৫ অপরাহ্ণ
মিরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি দলটির মিরসরাই উপজেলা কমিটি। তবে বিএনপির এমন কর্মসূচিকে দেশবিরোধী ও ধ্বংসাত্মক দাবি করে এখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ।

শনিবার (৫মার্চ) বিকালে মিরসরাই সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল এবং দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা দাবি করেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তখন বিএনপি দিশেহারা হয়ে সারাদেশে বিক্ষোভ মিছিলের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা যুবলীগ এটা হতে দিবো না। বিএনপি এখন জনবিচ্ছিন্ন একটি দল। তারা মিরসরাইয়ে কর্মসূচি পালন করতে জনগণের সমর্থন পায়নি।’

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন সহ দুই পৌর ও ১৬ ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ।

সংলাপ ০৫/০৩/০০৬ আজিজ

সম্পর্কিত পোস্ট