শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

মিরসরাইয়ে মাদক সহ গ্রেফতার ১

প্রকাশ: ৮ জুন ২০২২ | ৪:১৬ অপরাহ্ণ আপডেট: ৮ জুন ২০২২ | ৪:৫৫ অপরাহ্ণ
মিরসরাইয়ে মাদক সহ গ্রেফতার ১

মিরসরাইয়ে ২হাজার ৫০ পিস ইয়াবা সহ মাহবুবুল আলম (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৮ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার হাদিফকিরহাট বাজারের নিকটস্থ গাছবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ্ব থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি বগুড়া জেলার কাহালু থানার সারাই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাছবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নুর শাহ ফকির বাড়ির রাস্তায় অভিযান চালিয়ে মাহবুবুল আলম নামের মাদক কারবারিকে ২ হাজার ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট