
মিরসরাই উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোজাহের হোসেন চৌধুরী সোহেল। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান শূন্য পদে সোহেল চৌধুরীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন।
এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার কবর জিয়ারত করেন। এই সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও নওশা মিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়া। তাঁর মৃত্যুর পর সভাপতির পদটি শূন্য হয়ে যায়। রবিবার শূন্য পদে মোজাহের হোসেন চৌধুরী সোহেলকে ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে সভাপতি হন সোহেল। পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান কমিটির সভাপতির পদের অনুমোদন দেন।
সবশেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাহের হোসেন চৌধুরী সোহেল। এদিকে সোহেল চৌধুরী সভাপতি হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা ।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মনোয়ার হোসেন চৌধুরী রাফেল, মোফাজ্জল হোসেন চৌধুরী পাবেল, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, মাওলানা শিহাব উদ্দিন, মো. রেজাউল করিম, নিজাম উদ্দিন, আনোয় হোসেন, রিয়াদ চৌধুরী প্রমুখ।
সোহেল চৌধুরী বলেন, আমার বাবা স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। আজ আমার বাবা বেঁচে নাই। আমি আমার বাবার স্বপ্ন এই স্কুলটিকে গার্লস কলেজে রূপান্তরিত করার জন্য চেষ্টা করবো। এতে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত : গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। একদিন পর ২৩ ফেব্রুয়ারি জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়।