শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে ভারতীয় ৩৫ গাইড অবৈধ শাড়ি আটক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৩৭ অপরাহ্ণ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৩৭ অপরাহ্ণ
মিরসরাইয়ে ভারতীয় ৩৫ গাইড অবৈধ শাড়ি আটক

মিরসরাইয়ে ভারতীয় অবৈধ ৩৫ গাইড শাড়ি আটক করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর আওতাধীন অলিনগর ক্যাম্প। যার মূল্য আনুমানিক ৪৯ লাখ টাকা।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) আটককৃত মালামালের সিজার শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়ন ( ৪ বিজিবি ) এর অধিনায়ক কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিম (এএসসি)। এর আগে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার অলিনগর ক্যাম্প অধীনস্থ বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ২২০১/৬ আর বি এর নদীর পাড় নামক জায়গা থেকে শাড়ি গুলো আটক করা হয়।

কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিম (এএসসি) জানান, ফেনী ব্যাটালিয়ন ( ৪ বিজিবি ) এর অধীনস্থ মিরসরাই উপজেলার অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সীমান্তের মেইন পিলার ২২০১/৬ আর বি এর বাংলাদেশের অভ্যন্তরে লেবু বাগান নদীর পাড় নামক স্থানে চোরাকারবারীদের মালামালসহ বাংলাদেশের প্রবেশ করতে দেখে টহল দল।

এসময় তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে এবং লেবু বাগানের মধ্যে মালামাল ফেলে নদী পার হয়ে পূণরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

এসময় টহলদলেরা ঘটনাস্থল তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ভারতীয় কাপড়ের ৩৫ টি গাইড উদ্ধার করে। সেখানে ২ হাজার ৪’শ ৫৩ পিছ শাড়ী রয়েছে। যার মূল্য আনুমানিক ৪৯ লাখ ৬ হাজার টাকা।

উদ্ধারকৃত মালামাল ফেনী কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং চোরাকারবারীদেরকে আটকের নিমিত্তে ঘটনাস্থ এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

সংলাপ/২৭/০২/০১২/আজমল

সম্পর্কিত পোস্ট