প্রকাশ: ৬ মে ২০২২ | ৭:০৭ অপরাহ্ণ আপডেট: ৬ মে ২০২২ | ৭:০৭ অপরাহ্ণ
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ বোতল বিদেশী মদ ও সাড়ে ১২ কেজি গাঁজা সহ জাহিদুল হাসান রুবেল (২০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ মে) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া দীঘির পাড়ে কালাম আমিনের গাছের বাগানে অভিযান চালিয়ে মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুন বলেন, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবীব আবদুল্লাহ’র নেতৃত্বে ভালুকিয়া দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদুল হাসান রুবেলকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে আরো তিন মাদক কারবারী পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।