মিরসরাই উপজেলা সদরের প্রাণকেন্দ্রে উদ্বোধন হলো বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম খ্যাত বনফুল এন্ড কোম্পানীর শোরুম। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে মিরসরাই মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ, কিষোয়ান গ্রুপের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম মানিক, প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন মামশাদ, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, পরিদর্শক (তদন্ত) ইয়াসির আরাফাত, জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম, কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মিরসরাই মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজন, সাবেক ছাত্রনেতা মিয়া মো. হুমায়ন, কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়া প্রমুখ।