বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ফ্রেন্ডস্ সার্কেল প্রিমিয়ার লীগ সম্পন্ন

প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ৪:০৯ অপরাহ্ণ আপডেট: ১২ মার্চ ২০২২ | ৪:০৯ অপরাহ্ণ
মিরসরাইয়ে ফ্রেন্ডস্ সার্কেল প্রিমিয়ার লীগ সম্পন্ন

মিরসরাইয়ের জনপ্রিয় সামাজিক সংগঠন ফ্রেন্ডস্ সার্কেল যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে ফ্রেন্ডস্ সার্কেল প্রিমিয়ার লীগ এর ২য় আসর সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সংগঠনটির কার্যালয় সংলগ্ন মাঠে সকালে উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে মধ্যরাতে ফাইনাল অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইবনুল ইনতেছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মোশাররফ হোসেন মিরন চৌধুরী। এসময় খেলাটি উদ্বোধন করেন মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট এম. এ কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইএসএ প্রবাসী জিয়া উদ্দিন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের চট্টগ্রাম বিভাগের সভাপতি আবু সাঈদ, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, ইউপি সদস্য হারেছ আহম্মদ নাজিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরাম উদ্দীন সবুজ, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রাশেদ নিজামী, মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান, মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজা মাহমুদ রুমি এবং ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।

এবারের আসরে মোট চারটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ফাইনালে লিমনের মালিকানাধীন ফাইটার্স অব ফ্রেন্ডস সার্কেলকে ১ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় মামুনের মালিকানাধীন সুপার স্টার ফ্রেন্ড সার্কেল।

উল্লেখ্য, ফ্রেন্ডস সার্কেল যুব ও ক্রীড়া সংঘ প্রতিষ্ঠাকালীন ২০০৯ সাল থেকে এলাকার উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছে।

সম্পর্কিত পোস্ট