শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে পানিতে মিললো শিশুর মরদেহ

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১ | ১:৩৮ অপরাহ্ণ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ | ১:৪১ অপরাহ্ণ
মিরসরাইয়ে পানিতে মিললো শিশুর মরদেহ

মিরসরাইয়ে হঠাৎ চোখের আড়াল হওয়ায় অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে মিলেছে মাহির তাজওয়ার (২) নামে এক শিশুর মরদেহ। আজ ২৫ অক্টোবর, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের রিয়াজ উদ্দিন ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত তাজওয়ার ওই বাড়ির মোঃ মীর হোসেনের পুত্র। শিশু তাজওয়ারের চাচা বেলাল হোসেন জানান, সোমবার সকালে সবার চোখে ফাঁকি দিয়ে তাজওয়ার নিখোঁজ হয়ে যায়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজি করে ঘরের পাশের পুকুরে নিহত দেহ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এম এ কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিবাবকদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন।

সম্পর্কিত পোস্ট