প্রকাশ: ৯ মে ২০২২ | ৮:১৪ অপরাহ্ণ আপডেট: ৯ মে ২০২২ | ৮:১৪ অপরাহ্ণ

মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী সহ ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৯ মে) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মিঠানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দর্জিপাড়া এলাকার আব্দুর রউফ মিস্ত্রি বাড়ীর আলমের ছেলে ওমর ফারুক প্রকাশ সজিব (২০) খইয়াছরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী এলাকার মো. সলিম উল্লাহ ছেলে মো. নুর সালাম প্রকাশ পলাশ (২৮)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সোমবার ভোররাতে অভিযান চালিয়ে ধর্ষন মামলার আসামী ওমর ফারুক প্রকাশ সজিব ও ৩৪ ধারার মামলার আসামী মো. নুর সালাম প্রকাশ পলাশকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।