মিরসরাইয়ে জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার কাটাছরা এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ অলিউল কবির ইকবাল, মফিজ উদ্দিন, মোঃ নুরুল আলম, মোঃ শহিদ উল্লাহ, জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর স্বত্ত্বাধিকারী মো ওমর শরীফ, সমাজসেবক মোঃ নাছিম মেম্বার, মোঃ জাহঈীর, সাখাওয়াত হোসেন পলাশ, মোঃ আলী হায়দার, মেজবাউল আলম, জহিরুল ইসলাম সোহাগ, আইনুল কবির রিপন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, তোফায়েল আলম, মো ওমর শামীম, ওমর শোয়েব প্রমুখ।
এর আগে উপজেলার মিঠাছরা, কয়লা, জিলতলী এলাকায় নার্সারী, বাগান শ্রমিক ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর সত্ত্বাধিকারী মো. ওমর শরিফ বলেন, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৪০ জন নার্সারী, বাগান শ্রমিকসহ প্রায় ২শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। দায়িত্ববোধ থেকে আমার ক্ষুদ্র সামর্থ অনুযায়ী এই শীতে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।