শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মিরসরাইয়ে ছাত্রলীগের আলোচনা সভা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১:৫৮ অপরাহ্ণ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১:৫৮ অপরাহ্ণ
মিরসরাইয়ে ছাত্রলীগের আলোচনা সভা

মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নতুন সভাপতি ওয়াসিম আকরাম শাকিল ও সাধারন সম্পাদক রিয়াদ হোসেন বাদশাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।

রোববার (১৮ই সেপ্টেম্বর) ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে উত্তরজেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন আরিফের সভাপতিত্বে এবং নাজমুল হৃদয়ের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মুসলিম উদ্দীন, উত্তরজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাপর ইমাম রোহান, উপজেলা ছাত্রলীগের সদস্য মুহিদুল মিঠু, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পি, কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম সহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুমন, সাবেক গ্রন্থনা প্রকাশনা সম্পাদক ছালাহ্ উদ্দীন, ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিব, সাজ্জাদ নোবেল, রাসেল, জিসান সহ অনেকে।

সম্পর্কিত পোস্ট