
মিরসরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১’শ লিটার দেশীয় চোলাইমদ সহ দুই কারবারি কে আটক করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শেখের তালুক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শেখের তালুক এলাকার দুলাল মিয়ার পুত্র মোঃ রুবেল (২৮) এবং একই এলাকার মৃত নুর আলমের পুত্র মো. টিপু (৩০)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মিরসরাইকে মাদক মুক্ত করার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শেখের তালুক এলাকার কাজীর দ্বারা খালের পাশ থেকে ১০০ লিটার দেশীয় চোলাইমদ সহ দুই জনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সংলাপ-১৫/০৩/০০৬/আ/আ