মিরসরাইয়ে চুলার আগুন কেড়ে নিয়েছে ছয় পরিবারের বসতঘর। নিঃস্ব পরিবারদের দাবি নগদ টাকা, স্বর্ণ-অলংকার, আসবাবপত্র সহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনর্দ্দান পুর গ্রামের কাশেম মেম্বারের পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা হলেন- সাখাওয়াত হোসেন, বাবুল হোসেন, রেদোয়ান, আনোয়ার, মোশাররফ এবং দিদার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রান্না করার সময় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এতে একই ঘরে থাকা ছয় পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ আনোয়ার জানান, আমার নগদ দুই লক্ষ টাকা চার ভরি স্বর্ণ সহ প্রায় ৭ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। সবমিলিয়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আমরা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।
মিরসরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসময় প্রায় দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। ক্ষতিগ্রস্থরা ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির দাবি করলেও বিষয়টি তদন্ত সাপেক্ষ জানা যাবে।
সংলাপ-৩০/০৩/০১২/আ/আ