মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৫৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হন। এ সময় অটোরিকশা চালক শামসুদ্দিন (২৮) ও আবুল খায়ের (৬০) গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আবুল খায়েরের অবস্থা আশংকাজনক।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথায় (রাজাপুর) সড়কে এ দুর্ঘটনা ঘটে। মিঠাছড়া বাজারে গরু বিক্রি করে জয়নাল আবেদীন ও আবুল খায়ের দুইজন টাকার হিসাব শেষ করে রাজাপুর সড়কের পাশে দাঁড়ানো ছিলেন।
এই সময় বামুন সুন্দর বাজার মুখী নাম্বার বিহীন একটি সিএনজি অটোরিকশা তাদের গায়ের উপর উঠে যায়। ঘটনাস্থলে বামন সুন্দর গ্রামের জুয়া কাজী ভূঁইয়া বাড়ির মৃত রুহুল আমিন লাতুর পুত্র মো. জয়নাল আবেদীন (৫৫) নিহত হন। গুরুত্বর আহত হন বামন সুন্দর গ্রামের কারি সাহেবের বাড়ির মৃত সুলতান আহমদের পুত্র আবুল খায়ের (৬০) ও সিএনজি অটোরিকশা চালক শামসুদ্দিন (২৮) আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, সিএনজি অটোরিকশার চাকা ক্রটির কারনে দুর্ঘটনার কথা শুনেছি। আবুল খায়ের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব তালুকদার বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল নিয়ে এসেছি। সিএনজি অটোরিকশা টি আটক করে বামুন সুন্দর দারোগারহাট লাইন ম্যানের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।