রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

মিরসরাইয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১:১০ পূর্বাহ্ণ আপডেট: ১ মার্চ ২০২২ | ১:১৩ পূর্বাহ্ণ
মিরসরাইয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মিরসরাই উপজেলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দেলোয়ার হোসেন (২৯) নামের ওই মাদক ব্যবসায়ীকে উপজেলার করেরহাট ইউনিয়ন থেকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গত শনিবার ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে করেরহাট ইউনিয়নের নয়াটিলা (নূরালী শাহ) মাজার গেইটের উত্তর পার্শ্বে নলখোঁ রোডের বোবা রহিমের চা দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর বল্লভপুর গ্রামের মোঃ ইসলামের পুত্র।

তার কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৯ হাজার ২০০ টাকা।

জোরারগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে করেরহাটের নয়টিলা মাজার এলাকায় নলখোঁ রোডের মাথায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গাঁজাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সংলাপ ২৮/০২/০০৪ হাসান

সম্পর্কিত পোস্ট