‘ব্যাংক এখন পাশের বাড়িতে’ এই শ্লোগানে মিরসরাই উপজেলার চৈতন্যেরহাট বাজারে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকালে সিঙ্গাপুর মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী মো. মাসুক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তী।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম উদ্দিন, চৈতন্যেরহাট বাজার কমিটির সহ-সভাপতি বিনোতোষ দাশ, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এসএম সেলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আরিফুর রহমান ও জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মস্তাননগর জামেয়া রহমানিয়া ফাজিম মাদরাসার শিক্ষক মাওলানা জামেশদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, চৈতন্যেরহাট বাজারে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হওয়ায় বাংলাদেশের যে ডিজিটাল সেবা, বিশেষ করে ব্যাংকিং জগতের যে ডিজিটাল সেবা সেটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই এলাকার সন্তান মাসুক উদ্দিন এলাকার সাধারণ মানুষের সেবার জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ করছে। আমি এই ব্যাংকের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি এবং গ্রাহককে এইখান থেকে সেবা গ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি।
ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী মো. মাসুক উদ্দিন বলেন, আমাদের এই আউটলেটে একাউন্ট খোলা, আমানত গ্রহণ, এসএমই লোন, গ্যাস ও বিদ্যুৎ বিল, বিদেশ থেকে পাঠানো টাকা ও রেমিটেন্স প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। এই আউটলেট প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এবং গ্রাহকের সুবিধার জন্য প্রতি শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চালু থাকবে।
সংলাপ-০২/০৪/০০৩/আ/আ