মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশ: ৮ মার্চ ২০২২ | ৮:৪৭ অপরাহ্ণ আপডেট: ৮ মার্চ ২০২২ | ৮:৪৭ অপরাহ্ণ
মিরসরাইয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মিরসরাইয়ে দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে ৭হাজার ৩০ পিস ইয়াবা সহ আবুল হোসেন (৪১) এবং মোহাম্মদ ইসলাম (৪৮) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

মঙ্গলবার (৮মার্চ ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামি আবুল হোসেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মৌলবীবাজারের জমির উদ্দীনের পুত্র এবং মোহাম্মদ ইসলাম একই উপজেলার নাইকেল উত্তর পাড়া গ্রামের দরবেশ আলীর পুত্র।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, মিরসরাই থানা এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় ঢাকামুখী সিডিএম পরিবহনে তল্লাশি করার সময় দুইজন ব্যক্তি বাস থেকে নেমে হাটা শুরু করে। এসময় পুলিশ তাদের গতিরোধ করে দেহ তল্লাশি করলে মাদক ব্যবসায়ী মোঃ আবুল হোসেন এবং ইসলাম নামের দুজনের কাছে ৭ হাজার ৩০ পিছ ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংলাপ/০৩/০৮/০১২ আজিজ

সম্পর্কিত পোস্ট