সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স সম্পন্ন

প্রকাশ: ৯ জুন ২০২২ | ৭:২৯ অপরাহ্ণ আপডেট: ৯ জুন ২০২২ | ৭:২৯ অপরাহ্ণ
মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স সম্পন্ন

মিরসরাই উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩ দিন ব্যাপি অবহিতকরণ কোর্স সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি ঢাকা)র উদ্যোগে, মিরসরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিন ব্যাপি ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স শেষে সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি ঢাকা) যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহমেদ তালুকদার, সমবায় কর্মকর্তা দীপক দাশ, উপজেলা প্রকৌশলী রনি শাহ্, খইয়াছরা ইউনিয়নের ইউপি সদস্য মো. নুর উদ্দিন, ইছাখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু, সাহেরখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাহেরা আক্তার।

আলোচনা সভা শেষে উপজেলার ১৬ ইউনিয়নের ১৯২ জন ইউপি সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট