শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মিরসরাইয়ে আগুনে দগ্ধ হয়ে  ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: ৫ মার্চ ২০২২ | ৪:৩২ অপরাহ্ণ আপডেট: ৫ মার্চ ২০২২ | ৪:৩৪ অপরাহ্ণ
মিরসরাইয়ে আগুনে দগ্ধ হয়ে  ব্যবসায়ীর মৃত্যু

মিরসরাইয়ে আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী নিজাম উদ্দিন (৪২) নামের লেপতোশক দোকানী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাত ২টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে মৃত্যু বরণ করেন।

নিহত নিজাম উদ্দিন উপজেলার ইছাখালী ইউনিয়নের ঘোয়াতলী এলাকার মৃত মিয়ন সওদাগরের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, দগ্ধ হওয়ার পর পরিবারের খোঁজ খরব নিয়েছি। তবে নিহতের বিষয়টি এখনও কেউ জানায়নি।

নিহতের আত্মীয় নুরুল আজিম জানান, নিহত নিজাম উদ্দিনের স্ত্রী, ২ মেয়ে এবং ১ছেলে রয়েছে। কিন্তু বর্তমানে তার পরিবারের আয় করার মত কেউ নেই।

উল্লেখ্য, গত ১ মার্চ সকালে উপজেলার আবুরহাট বাজারে লেপতোশকের দোকানের তুলা মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় নিজাম উদ্দিন নামের লেপতোশক দোকানী দগ্ধ হয়ে শরীরের প্রায় ৫০ শতাংশের বেশি পুড়ে যায়। যার বেশি ছিলো কোমড়ের নিছের অংশ। এতে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং পরে ঢাকা জাতীয় শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সংলাপ/০৩/০৫/০১০/আ/হো

সম্পর্কিত পোস্ট