বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে অপরাজিতা নারীর ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশ: ২৪ মে ২০২২ | ৭:৪৩ অপরাহ্ণ আপডেট: ২৪ মে ২০২২ | ৭:৪৩ অপরাহ্ণ
মিরসরাইয়ে অপরাজিতা নারীর ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা

মিরসরাইয়ে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল ১১ টায় খান ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বিআরডিবি সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংস্থাটির জেলা প্রকল্প সমন্বয়কারী রেহনা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী তৌহিদা আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসের সহকারী অফিসার রেজাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসের সহকারী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রাণীসম্পদক অফিসের সহকারী অফিসার তপন কান্তি বড়ুয়া, উপজেলা সমাজ সেবার ফিল্ড সুপারভাইজার ও সহকারী অফিসার মোহাম্মদ শামিম, ইপসার বিএম সুকুমুর নাহা, খৈয়াছাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য জরিনা বেগম ও গোভনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মঞ্জুরা বেগমা।

এছাড়াও সংস্থাটির বিভিন্ন ইউনিয়নের কর্মরত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, মহিলা ইউপি সদস্য, রাজনৈতি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারী ক্ষমতায়নে ও নারীদের আত্মসামাজিক উন্নয়নে যে ভাবে খান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। এ প্রকল্পের মাধ্যমে নারীরা সরকারী বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছে। উন্মুক্ত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করার সুযোগ পাচ্ছে। রাজনৈতিক দল গুলোতে নারীদের অবস্থান তৈরী হচ্ছে যা নারীদের অধিকার আদায়ে ভূমিকা রাখবে।

সম্পর্কিত পোস্ট