মিরসরাই উপজেলার মোস্তাননগর ভোরের বাজারে রুটির তন্দুর থেকে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৪ মার্চ) মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা দোকানীরা।
এতে ক্ষতিগ্রস্তরা হলেন— দায়ের দোকান মালিক খোকন এবং হোরা মিয়া, মুদির দোকান মালিক মফিজ, আমজাদ এবং নুরুল হুদা।
স্থানীয় দোকানদার আব্দুল গাফফার জানান, গভীর রাতে চায়ের রুটি বানানো তন্দুর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো দোকানে ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরো চার দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, গভীর রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমরা দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খোকনের চায়ের দোকানের তন্দুর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।
সংলাপ/০৩/০৫/০০৭/আ/হো