মিরসরাইয়ের খোরমাওয়ালা স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ
হালনাগাদ মার্চ ১৭, ২০২২
মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মঘাদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার রবিউল হোসেন রনি। এরপর শিক্ষার্থীদের কবিতা, গান, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খানমের সভাপতিত্বে ও শিক্ষক নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার রবিউল হোসেন রনি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহফুজুল হক, সদস্য শাহজাহান, শিক্ষক জিয়াউল হক, নাজমুল হাসান, রেখা আক্তার, প্রাক্তন ছাত্র রেজাউল হাসান বাপ্পি, জহির রায়হান আরিফ ও সৈয়দ আজমল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীকে সাবেক ছাত্রলীগ নেতা রবিউল মেম্বারের সৌজন্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও তাঁর পক্ষ থেকে স্কুলের মুজিব কর্ণার পাঠাগারের জন্য ৩০ কপি বই দেয়া হয়েছে।