শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

মিরপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকা কার্যক্রম শুরু

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১:৫৮ অপরাহ্ণ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১:৫৮ অপরাহ্ণ
মিরপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকা কার্যক্রম শুরু

করোনার সংক্রমণ ঠেকাতে এবার মিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন দোকান-মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম এবং যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মিরপুরের প্রায় ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে টিকার আওতার আনার পরিকল্পনা রয়েছে। কার্যক্রম বাস্তবায়নে মিরপুর এলাকার ৫টি কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

কেন্দ্রগুলো হচ্ছে- মিরপুর-১ এর শাহআলী সিটি কর্পোরেশন মার্কেট ও বেঙ্গলী মিডিয়াম স্কুল, মিরপুর-২ এর মিরপুর শপিং কমপ্লেক্স, মিরপুর-১০ এর শাহ্আলী প্লাজা এবং মিরপুর-১১ এর জান্নাত একাডেমি উচ্চ বিদ্যালয়।

সম্পর্কিত পোস্ট