বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মিরসরাইয়ে ৩৩ শিক্ষার্থী পেল অদম্য যুব সংঘের ‌‘লেখার খাতা’

প্রকাশ: ৪ এপ্রিল ২০২২ | ১১:৪৪ অপরাহ্ণ আপডেট: ৫ এপ্রিল ২০২২ | ১২:০৪ পূর্বাহ্ণ
মিরসরাইয়ে ৩৩ শিক্ষার্থী পেল অদম্য যুব সংঘের ‌‘লেখার খাতা’

মিরসরাই উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘের ধারাবাহিক শিক্ষা উপকারণ বিতরণের আওতায় সোমবার ( ৪ এপ্রিল) মিঠালানায় ৩৩ শিক্ষার্থী পেল হাতে লেখার খাতা।

সকালে উপজেলার মিঠানালা কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩৩ জন শিক্ষার্থীর মাঝে এই খাতা বিতরণ করা হয়।

প্রতিবারের মত প্রত্যেক শিক্ষার্থীকে বাংলা, অংক ও ইংরেজি তিনটি করে খাতা উপহার দেওয়া হয়। উপহারের খাতা পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।

সংগঠনের পক্ষে খাতা বিতরণ করেন অর্থ সম্পাদক খালেদ হোসাইন জাহিন ও সদস্য মাইনুল ইসলাম।

এসময় মিঠানালা কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অদম্য যুব সংঘের এমন উদ্যোগের প্রশংসা করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন নাহার বলেন, অদম্য যুব সংঘ থেকে ক্ষুদে শিক্ষার্থীদের যেভাবে অনুপ্রাণিত করা হচ্ছে এটি একটি ভাল উদ্যোগ। এসব উপহার পেলে বাচ্চারা পড়ালেখার প্রতি উৎসাহিত হয়, বিদ্যালযে নিয়মিত আসতে আগ্রহী হয়ে ওঠে।

সংলাপ-০৪/০৪/০০৪/আ/আ

সম্পর্কিত পোস্ট