বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মিজানুর রহমান আজহারীর ভিসা ঝুলে আছে হাইকোর্টে!

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১ | ৩:০৭ অপরাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ | ৩:০৭ অপরাহ্ণ
মিজানুর রহমান আজহারীর ভিসা ঝুলে আছে হাইকোর্টে!

লন্ডনে যাওয়া পথে কাতার বিমান বন্দরেই বাতিল করা হয়েছে মিজানুর রহমান আজহারীর ব্রিটেন আসার ভিসা। কাতার বিমানবন্দর থেকে তাকে উঠতে দেয়া হয়নি লন্ডনের ফ্লাইটে। জানানো হয় তার ভিসা বাতিল করা হয়েছে।
আজহারীর বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয়েছে। হাইকোর্টের বিচারক হোম অফিসকে ২ দিনের সময় দিয়েছেন কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হলো, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। সেই হিসেবে সাপ্তাহিক ছুটি থাকায় মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হওয়ার সুযোগ নেই।

আজহারীর লন্ডন যাওয়া অনিশ্চিত হওয়ায় ব্রিটেনে যে অনুষ্ঠানে মিজানুর রহমান উপস্থিত থাকার কথা, সেই অনুষ্ঠান আয়োজক আইওন টিভি আপাতত অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে। আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক তাদের টিভির ফেসবুক পেজে লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় একটি ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান গণমাধ্যমকে জানান, বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এই অনুষ্ঠানের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এক্ষেত্রে টিকিট হাতে রাখার জন্য বলা হয়েছে। নতুন তারিখ ঘোষণা হলে এই টিকিটেই কনফারেন্স দেখা যাবে। আইওন টিভি আশা করছে, হোম অফিসের রিপ্রেজেন্টেশনের পরে হয়তো মাওলানা আজহারীর ভিসা বহাল করা হবে বলে জানান আতাউল্লাহ ফারুক।

সম্পর্কিত পোস্ট