শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মাস্কের উপর শিথিলতা আনছে আমিরাত

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১:০১ পূর্বাহ্ণ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১:০১ পূর্বাহ্ণ
মাস্কের উপর শিথিলতা আনছে আমিরাত

মাস্ক পরার বিষয়ে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার রাতে দেশটির ন্যাশনাল অথরিটি ফর ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (এনসিইএমএ) জানায়, খোলা জায়গায় মাস্ক পরা ঐচ্ছিক করা হয়েছে। তবে আবদ্ধ এলাকায় মাস্ক বাধ্যতামূলক থাকবে। আগামী ১ মার্চ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।

এই ঘোষণা অনুযায়ী, খোলা জায়গায় মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দিলেও সবধরনের ইনডোর আয়োজন, জনসমাগমপূর্ণ এলাকা এমনকি শপিং সেন্টার, মল ও স্কুলে অবশ্যই মাস্ক পরতে হবে।

এ ছাড়াও কভিড-১৯ রোগীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ব্যক্তিদের কোয়ারেন্টাইনে যাওয়ার প্রয়োজন নেই জানায় এনসিইএমএ। এক্ষেত্রে রোগীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়াদের অবশ্যই পাঁচ দিনের ব্যবধানে দুটি পিসিআর পরীক্ষা করতে হবে।

সম্পর্কিত পোস্ট