মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

মাসিক ফটিকছড়ির সম্পাদককে সংবর্ধনা সৌদি আরবে

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২ | ৭:০৮ অপরাহ্ণ আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ৭:০৮ অপরাহ্ণ
মাসিক ফটিকছড়ির সম্পাদককে সংবর্ধনা সৌদি আরবে

মাসিক ফটিকছড়ির সম্পাদক ও প্রকাশককে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী সমিতির সৌদি আরব কেন্দ্রীয় কমিটি।মঙ্গলবার রাত ১১টার দিকে মক্কায় হোটেল আল বারাকায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।

ফটিকছড়ি প্রবাসী সমিতির সভাপতি ও সাংবাদিক কামাল পারভেজ অভির সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি অতিথি ছিলেন মাসিক ফটিকছড়ির সম্পাদক ও প্রকাশক সৈয়দ তারেকুল আনোয়ার। তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন।

ফটিকছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক সাহেদুল আলম সাহেদ, মোহাম্মদ তারেক, সোহেল শরীফ ও মোহাম্মদ জাহাঙ্গীর।

এইসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক সাজিদুল ইসলাম, সেলিম আহমেদ। আলোচনা সভা শেষে তারেকুল আনোয়ারকে কাবাঘর সংবলিত ক্রেস্ট উপহার দেওয়া হয়।

তারেকুল আনোয়ার ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে তিন মাস করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

সম্পর্কিত পোস্ট