মুজিবনগর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা। রবিবার (১৭ এপ্রিল) কুয়ালালামপুর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগ সভাপতি মো. মকবুল হোসেন মুকুল ।
এসময় কুরআন ও হাদীসের আলোকে বয়ান করেন সুরাও বায়তুল মোকারমের খতিব হাফেজ ইকরামুল হক।
এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ সহ- সভাপতি রাসেদ বাদল, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির, মো. হুমায়ুন কবির, মো. শাখাওয়াত হোসেন সুমন, জালাল উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান চৌধুরি, নূর মোহাম্মদ ভুঁইয়া, লিটন আজিজ দেওয়ান, আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার বিশ্বাস, আবুল বাতেন, সহিদুল ইসলাম সিরাজ , সেচ্ছাসেবক লীগ সভাপতি বিএম বাবুল, আওয়ামী যুবলীগ আহবায়ক কমিটির সদস্য রেজাউল হক লায়ন, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগ সভাপতি এমএইচ জুয়েলসহ মালয়েশিয়া শ্রমিক লীগের অন্যান্য নেতৃবন্দ ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শ্রমিক লীগ নেতা মো. আনোয়ার হোসেন, মেহেদি হাসান,আলী আজগর সিকদার, মো. বাচ্চু মিয়া, গোলাম মোর্শেদ, বাপ্পি কুমার দাস ও মো. রাশেদ মাতবর ।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সু- স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি আবু তাহের ।