মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া শাখা । শনিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেটালের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক তালহা মাহমুদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্য- নির্বাহি কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম ও মহান মুক্তিযুদ্ধের বীর- শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করা হয় । দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সুরাও বায়তুল মুকারম এর খতীব মাওলানা মো. একরামুল হোসেন। পরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের পর শুরু হয় আলোচনা সভা ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দলের সহ-মসভাপতি এম জে আলম।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ- সভাপতি মো. শাখাওয়াত হোসেন, ফজলুল করিম সোহরাব, আব্দুল্লাহ আল মামুন লিটন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সহ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, ছাত্র বিষয়ক সম্পাদক ড.ফয়জুল হক,কাম্পং জাওয়া বিএনপি সভাপতি মো. আবু সাঈদ বাবুল সভাপতি , যুবদল মালয়েশিয়া সহ-সভাপতি মঞ্জু খা , যুব নেতা মো. জসিম উদ্দিন, মো. রমজান আলি, আরাফাত হোসেন কালু, যুবদল দপ্তর সম্পাদক বাদল কারার ,সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার, সম্পাদক সেচ্ছাসেবক দল সিনিয়র সহ- সভাপতি আলি খান জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ, সহ- সাধারন সম্পাদক মো. তারেক সালাম, সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার , জাসাস সাবেক আহবায়ক আসাদুজ্জামান মাসুম,সাংগঠনিক সম্পাদক নিগার সুলতানা সাথী,জিসাস কেন্দ্রীয় সহ- সভাপতি আনোয়ার পারভেজসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মানিক, আর্কাইভ বিষয়ক সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কায়সার হামিদ হান্নান, চেরাস বিএনপি সভাপতি সাইফুল্লা পলাশ, স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ এলাহি, মো. ইমরানসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও জিসাস কমিটির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংলাপ-২৭/০৩/০০২/আ/আ