মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

মালয়েশিয়া আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ৮:৫৯ অপরাহ্ণ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ৮:৫৯ অপরাহ্ণ
মালয়েশিয়া আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি জামিল হোসেন নাসির।

প্রধান অতিথি জামিল হোসেন নাসির বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। মাহে রমজান উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের জন্য মালয়েশিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ। পবিত্র রমজানে আমাদের চাওয়া থাকবে গণমানুষ ও দেশের মঙ্গল কামনা করা।

সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সর্দারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি জিএম রাসেল রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ- সভাপতি কামরুজ্জামান কামাল, রাসেদ বাদল, আব্দুল হামিদ জাকারিয়া, এ কামাল হোসেন চৌধুরী, হুমায়ুন কবির, শাখাওয়াত হোসেন সুমন, মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ ভুঁইয়া, লিটন আজিজ দেওয়ান, প্রদীপ কুমার, সাইফুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, শওকত হোসেন তিন, শাখাওয়াত হোসেন, আব্দুল বাতেন, এস, কে সেন্টু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বি এম বাবুল হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, সহ- সভাপতি আনোয়ার হোসেন, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগ সভাপতি এম এইচ জুয়েলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতারের আগে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

সম্পর্কিত পোস্ট