রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশির মানবেতর জীবনযাপন, তদন্তের নির্দেশ

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২ | ২:২৪ অপরাহ্ণ আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ২:২৪ অপরাহ্ণ
মালয়েশিয়ায় ১০ বাংলাদেশির মানবেতর জীবনযাপন, তদন্তের নির্দেশ

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি শ্রমিক ত্রিপল টানিয়ে খোলা আকাশের নিচে পানি ও বিদ্যুৎ ছাড়া মানবেতর জীবনযাপনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।

রোববার (১০ এপ্রিল) দুপুরে এক বার্তায় সাংবাদিকদের একথা জানান রাষ্ট্রদূত গোলাম সারোয়ার। এছাড়া এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসও তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, নিয়োগকর্তা থেকে আবাসন ব্যবস্থার অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের প্রতি আহবান জানিয়েছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার।

এর আগে মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি শ্রমিক অমানবিক পরিবেশে মানবেতর জীবনযাপন করছে, দেশটির সংবাদমাধ্যমে এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এতে দেশ-বিদেশে কমিউনিটিসহ প্রবাসীদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির তামান মেলাবতী নামক এলাকায় বাংলাদেশি কিছু শ্রমিক রয়েছেন যারা নির্মাণ খাতে কাজ করেন। তারা তিন মাস ধরে মানবেতর পরিবেশে বাস করছেন। এমনকি একটি রাস্তার পাশে ড্রেনের ওপর শুধু ফাইবারের ত্রিপল টানিয়ে বাস করতে হয়েছে। যেখানে টয়লেট ও গোসলের জন্য কোনো নিরাপদ ব্যবস্থা নেই। আধুনিক মালয়েশিয়ার কোনো সুবিধা তারা পান নি। ছিল না বিশুদ্ধ পানি সরবরাহ ও বিদ্যুতের ব্যবস্থা। এসব শ্রমিকদের নিয়োগকর্তাকে বারবার সমস্যার কথা বলা হলেও বিভিন্ন অজুহাত তুলে এড়িয়ে যান ঘটনাটি। তবে ওই বাংলাদেশি শ্রমিকদের নাম ও তাদের নিয়োগকর্তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় তামান মেলাবতী এলাকার রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আজহারি আবদূল তাহারিম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নজরদারির মধ্যেও শ্রমিকদের সংশ্লিষ্ট নিয়োগকর্তা কেমন করে মাসের পর মাস এ অমানবিক পরিবেশে রাখতে পারে? এটা নিশ্চয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা।

সম্পর্কিত পোস্ট