প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ৬:৩৫ অপরাহ্ণ আপডেট: ১৩ মার্চ ২০২২ | ৬:৩৫ অপরাহ্ণ
মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন। আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হবে কালচারাল নাইট। অংশ নেবে মালয়েশিয়া-বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের আর্ট কালচার অ্যান্ড ল্যাংগুয়েজ সেন্টারের শিক্ষার্থীরা।
শিশু-কিশোর শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে ফোরামের ডা. মহুয়া রায় চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয়েছে পাচঁ সদস্যবিশিষ্ট কালচারাল কমিটি।
কমিটিতে রয়েছেন- চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ, তাহমিনা বারী রিনি, নুসরাত শামরিন, সঞ্জয় বসাক, ডা. লুবনা ও অসীম। এ কমিটির অধীনে শিশু-কিশোরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এদিকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর এম এ বাশার প্রবাসী কমিউনিটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সংলাপ-১৩/০৩/০০৮/আ/আ